আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৯৫। বিচারক-নিয়োগ
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

৯৫। বিচারক-নিয়োগ

(১) আপিল বিভাগের বিচারক হইতে প্রধান বিচারপতি রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হইবেন।

[(ক) সাবেক আপিল বিভাগের বিচারক বা অ্যাটর্নি জেনারেল বা হাইকোর্টের বিচারক হইতে সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের অনুরোধে রাষ্ট্রপতি আপিল বিভাগের ] বিচারককে নিয়োগদান করিবেন

তবে শর্ত থাকে যে, আপিল বিভাগের বিচারকদের মধ্যে একজন সাবেক অ্যাটর্নি জেনারেল বা অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল থাকিবেন (একটি পদ সংরক্ষিত থাকিবে)।

(খ) সাবেক হাইকোর্ট বিভাগের বিচারক বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বা অধীনস্থ আদালতের বিচারক বা ম্যাজিস্ট্রেট হইতে আইনের দ্বারা সুপ্রিম জুডিসিয়াল কাউন্সিলের সহযোগিতায় বাংলাদেশ কর্ম কমিশন কর্তৃক রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারকদের নিয়োগদান করিবেন

তবে শর্ত থাকে যে, হাইকোর্ট বিভাগের বিচারকদের মধ্যে আট জন সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল থাকিবে (আটটি পদ সংরক্ষিত থাকিবে)।

(২) কোনো ব্যক্তি বাংলাদেশের নাগরিক না হইলে, এবং

[(ক) অ্যাটর্নি জেনারেল বা অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যতীত অধীনস্থ আদালতে জেলা দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ পদে পাঁচ বৎসর বা উভয় পদে মোট পাঁচ বৎসর দায়িত্ব পালন না করিলে;]

[(খ) তিনি এই সংবিধানের ৪৮(ছ) অনুচ্ছেদের (১) দফা অনুযায়ী অযোগ্যতা থাকিয়া থাকিলে ;]

(ঘ) সুপ্রীমকোর্টের বিচারক পদে নিয়োগলাভের জন্য আইনের দ্বারা নির্ধারিত যোগ্যতা না থাকিয়া থাকিলে;

তিনি বিচারকপদে নিয়োগ লাভের যোগ্য হইবেন না

(৩) এই অনুচ্ছেদে ‘‘সুপ্রীম কোর্ট’’ বলিতে এই সংবিধান প্রবর্তনের পূর্বে যে কোন সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে যে আদালত হাইকোর্ট হিসাবে এখতিয়ার প্রয়োগ করিয়াছে, সেই আদালত অন্তর্ভুক্ত হইবে

(৩) প্রধান বিচারক ও আপিল বিভাগের বিচারকদেরবিচারপতিবলিয়া সম্বোধন করা হইবে এবং হাইকোর্ট বিভাগ ও অধঃস্তন আদালতের বিচারকদেরবিচারকবলিয়া সম্বোধন করা হইবে

(৩) বিচারপতি নিয়োগ, শপথ, ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য’, অপসারণ এবং পদমর্যাদার ক্ষেত্রে এই সংবিধান তফসিল অনুযায়ী হইবে।

১। এবং প্রধান বিচারপতির সহিত পরামর্শ করিয়া রাষ্ট্রপতি অন্যান্য”,”২। সুপ্রীম কোর্টে অন্যূন দশ বৎসরকাল এ্যাডভোকেট না থাকিয়া থাকিলে; অথবা “,”৩। বাংলাদেশের রাষ্ট্রীয় সীমানার মধ্যে অন্যূন দশ বৎসর কোন বিচার বিভাগীয় পদে অধিষ্ঠান না করিয়া থাকিলে; অথবা


০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"